১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১:০০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ক্রীড়া ডেস্ক ॥
বার্সেলোনা ছেড়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন বেশ কিছু দিন হলো। এবার শোনা যাচ্ছে, মেসির মতো পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে চাইছেন!
ফ্রান্সের সংবাদপত্র এল ইকুইপ এমনটাই দাবি করছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ধারণা করা হচ্ছিল, রোনাল্ডোর গন্তব্য হতে পারে পিএসজিতে। কিন্তু মেসির সঙ্গে চুক্তির পর রোনাল্ডোকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয় ফ্রান্সের এই ক্লাব।
ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর মতে, ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিতে পারেন পর্তুগিজ ফুটবল তারকা। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস নাকি এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন।
রোনাল্ডোর সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে জুভেন্টাসের। তাই এই মৌসুমে দল বদল করতে হলে ট্রান্সফার ফি হিসেবে জুভেন্টাস পাবে আড়াই কোটি ইউরো। এই বিশাল অর্থ দিতে রাজি নয় সিটি।
ম্যাঞ্চেস্টারে আগেও খেলেছেন রোনাল্ডো। তবে সেটা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে জুভেন্টাসের আশা এই মৌসুমে ইতালিতেই থাকবেন রোনাল্ডো।
Leave a Reply