১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:৫৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
: কুসুম তাহেরা :
সমস্ত পৃথিবী জুড়ে হেমন্তের বাতাস
দূরে একফালি চাঁদ চেয়ে আছে জোছনায় মিশে!
যত আদর ছিল আমার সযত্নে লালিত
উঠোনে পাতার উড়ে যাবার উন্মাদনায়
খসে পড়ছে অনিশ্চয়তায়।
জীবনে একবারই ভালোবাসা এসে
অবহেলা চিনিয়ে দিয়ে গেল
শরীর মরে যাচ্ছে রাতের উপবাসে
মন ধসে যাচ্ছে পাহাড়ের ভারী ব্যথায়
সব গতি থেমে যায়..মুছে সব শক্তির বিস্ময়!
পৃথিবী একটা নিরাশবাদী জায়গা
প্রেম হেরে যায়..ভালোবাসা মুছে যায়
আবার হেমন্তের সন্ধ্যার বাতাস
কেড়ে নেবে মানুষের নিভৃত যাপন।
Leave a Reply