২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১২:৩০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সবুজ বাংলাদেশ ডেস্ক:
সিরিয়ার বিদ্রোহীরা এবার তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালো ভিন্নভাবে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা।
২০১০ সালের ১০ জুন মৃত্যুর পর নিজ এলাকা পশ্চিমাঞ্চলীয় লাটাকিয়া প্রদেশে সমাধিস্থ করা হয় হাফিজ আল আসাদকে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সমাধিতে আগুন ধরিয়ে দিয়ে চারপাশে কয়েকজন যোদ্ধা দাঁড়িয়ে রয়েছেন। পরে অনেককে পুড়ে যাওয়া সমাধির উপর উল্লাস করতে দেখা যায়।
এদিকে, বাশার আল আসাদকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবেশিদের সহযোগিতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
গত তিনদিনে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে সিরিয়ার জনজীবন। সরকারি দপ্তর ও দোকানপাট খুলেছে।
অন্যদিকে, কুর্দি বাহিনীর কাছ থেকে পূর্বাঞ্চলের তেলসমৃদ্ধ শহর দেইর আজ জৌর দখলে নিয়েছে হায়াত তাহরির আল শামের যোদ্ধারা।
সবা:স:জু- ৩২৩/২৪
Leave a Reply