1. md.zihadrana@gmail.com : admin :
ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজাকে কুপিয়ে হত্যা - দৈনিক সবুজ বাংলাদেশ

২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:১৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
রেল বিটের সংগঠন আরআরএফের সভাপতি হাবিবুল্লাহ মিজান, সম্পাদক নিশাত বিজয় স্বতন্ত্র সাংসদ ওয়াহেদের বেপরোয়া আট খলিফা চৌদ্দগ্রামে পুকুরের মালিকানা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা ঋণ খেলাপী রতন চন্দ্রকে কালবের পরিচালক পদ থেকে অপসারন দাবি নীরব ঘাতক নীরব লালমাই অবৈধভাবে ফসলি জমির মাটি নিউজ করতে গিয়ে হুমকি, থানায় জিডি বিশ্বনাথের পৌর মেয়রের বিরুদ্ধে সাত কাউন্সিলরের পাহাড়সম অভিযোগ বিশ্বনাথে ১১ চেয়ারম্যান প্রার্থী’সহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মুখে ভারতীয় পণ্য বয়কট, অথচ ভারতেই বাংলাদেশি পর্যটকের হিড়িক শার্শায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা
ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজাকে কুপিয়ে হত্যা

মোসা হাফসা আক্তার :
ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা দ্বায়ের করা হয়েছে।

নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলা নং ১০।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার বাবা শুক্তাগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আব্দুল রব হাওলাদার ও তার চাচাতো ভাই বেলায়েত হাওলাদারকে জগইরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে আসামিরা।

শুক্তাগড় ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম লালুর (লালু মেম্বার) নির্দেশে ধারালো দেশীয় অস্ত্র চাইনিজ ছুরি, রামদা, চাপাতি দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে রাজাপুর থানা পুলিশ।

অন্যদিকে, মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হলে মঙ্গলবার আছর নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. সজল হোসেন (২১), মো. মিজান (৪১), মো. শাহজাহান খলিফা (৪৮)। এই তিনজনের বাড়ি একই উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট এলাকার। অপরজন হলো খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান (২১)।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বাদীর দায়ের করা এজাহারটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছি। মামলার চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »