1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : samiya masud : samiya masud
ঝিনাইদহ প্রেস ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ বাংলাদেশ

১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:০৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি সরকারি চাকরি দেওয়ার নামে অভিনব পন্থায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ সেনাবাহিনীকে দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভবন নির্মাণ শ্রমিক নিহত, আহত ২ নওগাঁয় জোর করে ছাড়পত্র দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী ভাগিয়ে নেয়ার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বুড়িচং প্রেসক্লাবের মিলাদ, আলোচনা সভা ও দোয়া রাজনৈতিক চাপে ধামাচাপা পড়েছে ফাইল অস্ত্র, সোনা, ফেনসিডিল, ব্যবসায় গড়েছেন ত্রাসের রাজত্ব শত্রুদের সঙ্গেও মহানবী ছিলেন সর্বোত্তম আচরণের মূর্ত প্রতীক °যুগান্তরের দুর্বিপাক°
ঝিনাইদহ প্রেস ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝিনাইদহ প্রেস ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

” মুক্তিযুদ্ধ সংস্কৃতি ও প্রগতিশীল চেতনার সাংবাদিক সংগঠন ” ঝিনাইদহ প্রেস ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানে আলোচনা সভা,গুণিজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রাশিদুর রহমান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিও ঝিনাইদহের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব সামছুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ মিজান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব এম এ কবির।সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাহিদুল এনাম পল্লব। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন।গুণিজন সংবর্ধনা পর্বে ঝিনাইদহের জীবন্ত কিংবদন্তী ৫ জন গুণিজনদেরকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংর্বধনা প্রদান করা হয়।৭১ এর রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ও ঝিনাইদহে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী জাতির সূর্য সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল হাই এম পি, ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের ভাষাসৈনিক জনাব নন্দ দুলাল সাহা,সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখায় অন্তরা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বুলবুল চৌধুরী, সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ার্দ্দার ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব জনাব সাইফুল ইসলাম মধুকে সংবর্ধনা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনাব রওশন আলী বিশ্বাস, গোলাম কুদ্দুস, পাপন চৌধুরী, আনোয়ার হোসেন এবং অতিথি শিল্পী বাউল কন্যা মেঘলা, কবিতা আবৃত্তি করেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বাচিকশিল্পী অর্নবা চৌধুরী, নৃত্য পরিবেশন করেন প্রীতি। আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সিনিয়র সহসভাপতি জনাব এটিএম ওয়াহিদুজ্জামান টুকু,যুগ্ম সাধারণ সম্পাদক পাপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ মিয়া, কোষাধ্যক্ষ মিশুক হাসান,সাংস্কৃতিক সম্পাদক তাপস কুন্ডু, সদস্য গুলশানারা আক্তার, মেহেদী হাসান মিঠু, এনামুল খন্দকার, আমির হামজা,মাজেদুর রহমান, রাকিবুল ইসলাম, জসীম মোল্লা, সুমন সর্দ্দার ও লতা মিয়াসহ আরও অনেকে। প্রধান অতিথি বলেন- আমার জিবনে এই প্রথম জাতির সূর্য সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি , যাদের অবদানের কথা বাঙালি জাতি কখনও ভুলতে পারবে না, তাদের ঋণ শোধ হবার নয়।মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বীরসেনাদেরকেসহ ভাষাসৈনিক,সাংবাদিকতায়, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ঝিনাইদহ প্রেস ইউনিটির পক্ষ থেকে যে সংবর্ধনা প্রদান করা হচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি আশাকরি এই সংগঠনের সাংবাদিকবৃন্দ জাতির বৃহত্তর স্বার্থে আরও বলিষ্ঠ ভুমিকা রাখবেন।বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় প্রত্যেক সাংবাদিকবৃন্দ ভুমিকা রাখবেন সেই প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »