১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ২:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সৈয়দা রোকসানা পারভীন(রুবি):
প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ প্রতিবন্ধী ব্যক্তি ও দুখস্থদের মাঝে নিয়োগপত্র এবং হাইটেক ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে।
গতকাল রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকার সমাজ ক্যলান মন্ত্রণালয়ের অধীনস্থ মৈত্রী শিল্পের মাঠে প্রায় ৭৯জন প্রতিবন্ধীকে বিভিন্ন শিল্প কারখানা চাকরির নিয়োগপত্র প্রধান ও শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী,ও স্রবণ প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাইটেক ডিভাইস বিতরণ করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেড-১ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যান মন্ত্রনালয়ের অতিরক্তি সচিব(প্রশাসন) ডঃ শাহ আলম, যুগ্মসচিব ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্মসচিব সেলিম খান, উপ উপ-ব্যবস্থাপক মো.হাতেম আলী প্রমুখ।
Leave a Reply