৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:৩২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া বুদ্ধি প্রতিবন্ধী শিশু মোঃ রাকিবুল ইসলাম (১২) কে নরসিংদী জেলার পলাশ থানা এলাকা থেকে উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শিশুটি নিখোঁজ হওয়ার পর তার বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ডায়েরি নং- ৮৭৩ তারিখ-১৫/০১/২০২৩ ইং সংক্রান্তে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশুর নামঃ মোঃ রাকিবুল (১২)পিতা- মোঃ রাব্বিল মিয়া, মাতা- মোছাঃ রুবিনা বেগম, গ্রাম- উত্তর জগতসার, থানা+ জেলা- ব্রাহ্মণবাড়িয়া।এ/পি- সাং- কাজীপাড়া সুমন মার্কেট, গাজীপুরা, ওয়ার্ড-৫০, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর গাজীপুর।নিখোঁজ এর পর তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মিলন মিয়া লিফলেট আকারে বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে দিয়ে ও বিভিন্ন এলাকার পরিবহনে লাগিয়ে দেন এবং খোঁজা খুঁজি করতে থাকেন, একপর্যায়ে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় ভিকটিম মোঃ রাকিবুল ইসলাম অবস্থান করছে বলে জানতে পারে। গতকাল সোমবার সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে।অতঃপর জিডি মূলে তার পিতার হেফাজতে হস্তান্তর করেন। এ বিষয়ে ভিকটিম এর বাবা মোঃ রাব্বিল মিয়া বলেন-আমার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে নিখোঁজ হলে আমরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করি কিন্তু আমার ছেলে কোথাও খুজে পাই না। পরে টঙ্গী পূর্ব থানায় এসে একটি নিখোঁজ জিডি করি। এই জিডি মুলে তদন্তকারী কর্মকর্তা এসআই-মিলন স্যার আমার ছেলেকে উদ্ধার করে আমার কাছে ফেরত দেন। আমি বাংলাদেশ পুলিশের কাছে চির ঋণী হয়ে গেলাম। আমি ধন্যবাদ জানাই টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম স্যার ও এসআই-মিলন স্যার সহ সকল পুলিশ সদস্যকে।
Leave a Reply