১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:০৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী পাড়ার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তারা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে তাদের জড়ো করে দালাল চক্র। পরে তাদের জিন্মি করে মুক্তিপণ দাবি করে চক্রটি। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সবা:স:জু- ৩৪৬/২৪
Leave a Reply