২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১:২০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অস্থায়ী আদালত পরিচালনার কোনো প্রেক্ষাপট নেই বলেছেন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন। কর্তৃপক্ষের এমন ঘোষণার পর অবরোধ তুলে সড়ক থেকে সরে গেছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।এরপর থেকে বকশীবাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার শুনানি প্রসঙ্গে বিশেষ ট্রাইব্যুনাল-২ এর চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, শুনানীর পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে। এর আগে আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিচারকাজের জন্য স্থাপিত অস্থায়ী আদালত তুলে দেওয়ার দাবিতে, বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার ভোররাতে ওই অস্থায়ী আদালত ভবনে আগুন লাগে। বহিরাগত কেউ আগুন লাগিয়ে তাদের ফাঁসাতে চেয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
সবা:স:জু- ৭২৪/২৫
Leave a Reply