১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১১:৫১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
ডলার কারসাজির মাধ্যমে মাত্রাতিরিক্ত মুনাফা করায় ছয়টি ব্যাংকের ট্রেজারি-প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এবার ব্যাংকগুলোর ব্যাবস্থাপনা পরিচালককে (এমডি) শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক।
এই ছয়টি ব্যাংক হলো—ডাচ-বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই ব্যাংকগুলোর এমডিদের শো-কজ বুধবার চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নাম প্রকাশ না করার অনুরোধে ছয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডলার কারসাজির মাধ্যমে মাত্রাতিরিক্ত লাভের অভিযোগে তাদের শোকজ করা হয়েছে।
জানা গেছে, আরো প্রায় এক ডজন ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির আওতায় আনা হচ্ছে। এজন্য সব ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, এখন প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন (তদারকি) করা হবে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply