৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:৪৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
ডিজি শিপিং এর ১১ দফা অনিয়ম-দুর্নীতি বন্ধে গতকাল সকালে বিআইডব্লিউটিএ ভবনের সামনে মানবন্ধন করেছে সাধারন নৌ-যান মালিক ঐক্য পরিষদ।
এ সময় তারা ডিজি শিপিং এর কর্মকর্তাদের বিরুদ্ধে ১১ দফা অভিযোগ উত্থাপন করে বক্তৃতা করেন। অভিযোগগুলো হলো:
১.ডিজি শিপিং এর হয়রানি ও অবৈধ আইন প্রণয়ন বন্ধ ও বাতিল করতে হবে।
২. চীফ ইঞ্জিনিয়ারের সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করতে হবে।
৩. অবৈধ চীফ ইঞ্জিনিয়ারের সহযোগী সার্ভেয়ার শাহরিয়ার ও পরিদর্শক মাইদুলের হয়রানি বন্ধ করতে হবে।
৪.অবৈধ চীফ ইঞ্জিনিয়ার এর অপসারণ করে বৈধ চীফ ইঞ্জিনিয়ার এর অপসারণ করে বৈধ চীফ ইঞ্জিনিয়ার নিয়োগ করতে হবে।
৫. সার্ভে রেজিষ্ট্রেশন কার্যক্রম সহজ ও মালিক বান্ধব করতে হবে।
৬. যে কোন জায়গায় সার্ভে ও রেজিষ্ট্রেশন করার পুর্বের নিয়ম বহাল করে কার্যক্রম স্বাভাবিক রাখতে হবে।
৭. অনলাইন দুর্নীতি বন্ধ করতে হবে ও পছন্দের মত সার্ভেয়ার দেওয়া বন্ধ করতে হবে।
৮. ইনল্যান্ড শিপিংকে ক্লাসিফিকেশন সোসাইটিতে রুপান্তর করার নীল নকশা বন্ধ করতে হবে।
৯. ইনল্যান্ড শিপিং এর সার্ভে রেজিষ্ট্রেশন কার্যক্রম ব্যক্তিগত স্বার্থে সরকারের রাজস্ব হতে বঞ্চিত করা যাবে না।
১০. ইনল্যান্ড শিপিং এর সার্ভে রেজি: কার্যক্রম ব্যক্তিগত স্বার্থে প্রাইভেট সেক্টরকে দেয়া যাবে না।
১১. ব্যক্তিগত স্বার্থে মেরিণ ও শীপ বিল্ডিং সেক্টরের কার্যক্রম নেভিতে রুপান্তর করা যাবে না।
মানব বন্ধন শেষে ডিজি শিপিং এর মহাপরিচালককে স্মারক লিপি দেওয়া হয়।
Leave a Reply