৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৩১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের দিকনির্দেশনা দেয়া হবে। সেই সমাবেশ থেকে এক দফা আন্দোলন শুরু হবে। সে আন্দোলনে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে সফল করার আহ্বান জানান। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হামলা-মামলা,নির্যাতন চালিয়ে জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনদুর্ভোগ সৃস্টিকারী সরকার হটানো জনগণের জন্য অতি আবশ্যকীয় কাজে পরিণত হয়েছে। এই সরকার দেশ, অর্থনীতি, রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, জনজীবন সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় নগরীর হরি কিশোর রায় রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বক্তব্য রাখেন।
সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, চূড়ান্ত আন্দোলনের দ্বার প্রান্তে আমরা। ১০ ডিসেম্বর আন্দোলনের টার্নিং পয়েন্ট এবং নতুন ডাইমেনশন শুরু হবে। তিনি চূড়ান্ত আন্দোলনের জন্য সকলকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, নেতাকর্মী এবং জনগণ ভয়কে জয় করে এই আন্দোলন সফল করবে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রানা,শাহ শিব্বির আহমেদ বুলু, এড. এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, শামীম আজাদ, মাহবুবুল আলম, লিটন আকন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply