১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:৩৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়েছে। আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাসটি কলেজে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস (বিজয় ৭১) ভাঙচুর করে।
তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়ে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এদিকে বাস ভাঙচুরের খবরে ঢাকা কলেজের ক্যাম্পাস জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আইডিয়াল কলেজ ভাঙচুর করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
Leave a Reply