২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৪:৩৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার ঃ
ঢাকা দক্ষিণ সিটি প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মোঃ খোরশেদ আলম শিকদার- ( যুগান্তর সিটি রিপোর্টার) সভাপতি শহীদুল্লাহ গাজী- (ষ্টাফ রিপোর্টার এশিয়ান টেলিভিশনের) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ি নুর কমিউনিটি সেন্টারের হল রোমে সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্য সমস্যরা হলেন-
মোঃ ওমর ফারুক জালাল- সিনিয়র সহ-সভাপতি (দি ডেইলী প্রেজেন্ট টাইমস), মোঃ আনোয়ার হোসেন আকাশ-সহ-সভাপতি (দৈনিক স্বাধীন সংবাদ),শফিক আহমেদ- সাংগঠনিক সম্পাদক (দৈনিক ইনকিলাব), তাইমুন ইসলাম রায়হান- কোষাধ্যক্ষ (আরটিভি), তোফায়েল হোসেন টুটুল-দপ্তর সম্পাদক (বিজয় টিভি),খালিদ হোসেন কিরণ- প্রচার সম্পাদক (দৈনিক যুগান্তর), জান্নাতুল ফেরদৌস সোহেল চৌধুরী-নির্বাহী সদস্য (দৈনিক ভোরের পাতা), মূসা আহমেদ-নির্বাহী সদস্য, মোঃ আব্দুল আলীম-নির্বাহী সদস্য (অপরাধ বিচিত্রা), মোঃ সোলাইমান- সদস্য (সিএনএনবাংলাটিভি), জেসমিন জুই- সদস্য (দি ডেইলী ট্রাইবুনাল)।
Leave a Reply