৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:১৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার
সীমাহীন-অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হামিদুর রহমানকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
গত ১ নভেম্বর ২০২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-৫ থেকে এ আদেশ জারি করা হয়। যার স্মারক নং ২৫.০০.০০০০.০১৮.২৭.০০২.২২-৩৩০। এই মন্ত্রণালয়ের উপ সচিব মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত আদেশপত্রে বলা হয়েছে যে, গত ০৪/১০/২০২২ তারিখ দৈনিক আজকের সংবাদ এবং গত ১২/১০/২০২২ তারিখ দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো তদন্তপূর্ব্বক সুনির্দিষ্ট মতামতসহ ০১ (এক) মাসের মধ্যে সচিব মহোদয় বরাবরে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, চাকুরী জীবনের শুরু থেকেই তিনি ঢাকায় অবস্থান করছেন । ২০০৪ সালে বিএনপি সরকার আমলে গণপূর্ত অধিদপ্তরে সহকারি প্রকৌশলী পদে চাকুরী লাভ করেন। এরপর বিএনপির এক মন্ত্রীর সুপারিশে ঢাকাতেই পোষ্টিং পান। অত:পর দলীয় লবিং মেইনটেন করে ভালো ভালো জায়গায় পোষ্টিং বাগিয়ে নেন। ্এক পর্যায়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব শহীদুল্লাহ খন্দকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে লোভনীয় বিভাগ ও জোনে পদায়ন নিয়ে বিগত ৬ বছর ধরে দু’হাতে অবৈধ অর্থ উপার্জন করেছেন। বনে গেছেন গণপূর্তের প্রভাবশালীদের একজন।
মেরামত কাজের ক্ষেত্রে কোন প্রকার কাজ না করেই কেবলমাত্র খাতা কলমে সব ঠিক রেখে ঠিকাদারদের সাথে ৫০/৫০ ভাগাভাগি চুক্তিতে বরাদ্দকৃত টাকার সিংহভাগ টাকাই নিজ পকেটে পুরেছেন। প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে তদন্ত করে দেখা যায়, চলতি ও গত অর্থ বছরে তিনি প্রায় ২০ কোটি সরকারি টাকা ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করেছেন।
সুত্রগুলো আরো জানায়, নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল তার বন্ধু ও সতীর্থ মহলে নিজেকে বিদেশী একটি রাষ্ট্রিয় গোয়েন্দা সংস্থার লোক বলে পরিচয় দেন। এই সংস্থার মাধ্যমে যে কোন ব্যক্তিকে তিনি মুহুর্তের মধ্যেই শায়েস্তা করতে পারেন বলে দম্ভোক্তি করেন। তার এমন ভীতকর কথায় সকলেই আতংকে থাকেন।
Leave a Reply