১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:৩৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ডেস্ক
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রাণ গেছে স্বামী-স্ত্রীর। এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন গরু ব্যবসায়ী, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী, কক্সবাজারের রামুতে মোটরসাইকেল আরোহী ও চকরিয়ায় ইজিবাইক চালক, নরসিংদীর রায়পুরে সাংবাদিক, রাজধানীর পোস্তাগোলায় দু’জন এবং ভোলায় কলেজছাত্র নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
কালিহাতী (টাঙ্গাইল) ও বাগাতিপাড়া (নাটোর) : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় রোববার রাতে বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী স্বামী নাটোরের বাগাতিপাড়া উপজেলার আরজি মারিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে অসিউল ইসলাম সবুজ ও তার স্ত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ওসরা খাতুন শোভা। সবুজ ঢাকায় প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। সোমবার নাটোরের বিআরটিএ অফিস থেকে তার মোটরসাইকেলের নতুন ডিজিটাল নম্বর প্লেট দেওয়ার কথা ছিল। সে কারণে স্ত্রী শোভাকে সঙ্গে নিয়ে রোববার সন্ধ্যার আগে সবুজ নতুন মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। অবশেষে সোমবার জোড়া লাশ হয়ে বাড়িতে ফিরলেন শোভা-সবুজ দম্পতি।
চাটমোহর (পাবনা) ও উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ার দবিরগঞ্জে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রোববার সন্ধ্যায় বাস ও গরুবোঝাই নসিমনের সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা সড়কপাড়া ময়লাল ফকিরের ছেলে বোরহান উদ্দিন, সবুজপাড়ার শেরু খাঁর ছেলে ঠান্ডু খাঁ ও বাওন বাজারের আতাহার প্রামাণিকের ছেলে সামাদ প্রামাণিক। রোববার সকালে তারা সিরাজগঞ্জের বোয়ালিয়া হাটে গরু কিনতে যান। হাট থেকে গরু কিনে ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।
Leave a Reply