২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৫৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী এলাকায় দেড় হাজারের ওপর পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সেখানে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি হচ্ছে গণ মানুষের দল। বিপদে-আপদে দৈব দুর্বিপাকে এ দলটি যেমন মানুষের পাশে থাকে তেমনি দেশের প্রয়োজনেও অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করেন।
দেশ ও জাতির জন্য এই দলের নেতাকর্মীরা নিজের বুকের রক্ত ঢেলে দিতেও প্রস্তুত থাকেন। পার্শ্ববর্তী একটি দেশের কুপরিকল্পনায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তারা মনে করেছিল-এর মাধ্যমে তারা এই দেশের মানুষকে কাবু করবে। তবে এবার মাফিয়া মুক্ত দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের সেই ষড়যন্ত্র অঙ্কুরেই বিনাশ করেছে।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশসহ কেন্দ্রীয়, মহানগর ও স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত বিভিন্ন থানার নেতাকর্মী।
Leave a Reply