২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:০৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রাহিমা আক্তার মুক্তা :-
সারা বাংলাদেশ সরকারি অফিস খুললেও বন্ধ রয়েছে বিআরটিএ এর কার্যক্রম। জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ শে জুলাই শুক্রবার নামাজের পরে দূবৃত্তরা মিরপুর বিআরটিএ সার্কেল -১ সহ বনানী হেড অফিস ভাংচুর করে ও আগুন জ্বলিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার ফলে এখনো সচল হয়নি বিআরটিএ এর কোন সার্ভার। গত মোঙ্গলবার ০৬/০৮/২০২৪ ইং অফিস চলাকালীন সময়ে বিআরটিএ সংক্রান্ত তথ্য নিতে গেলে আনসার সদস্যরা সাংবাদিককে জানান বিআরটিএ তে কোনো গণমাধ্যম কর্মীর প্রবেশ নিষেধ। ঠিক কার মাধ্যমে এমন নিষেধ করা হলো তা জানতে চাই আনসার সদস্যদের কাছে। তখন আনসার সদস্যরা বলেন বিআরটিএ কর্মকর্তা মোবারক স্যার ও রফিক স্যারের নির্দেশে সংবাদ কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা জানতে পারি যে আনসার সদস্য বলেছেন প্রবেশ নিষেন সে ও এখানের সাবেক আনসার ছিলেন। এখানে প্রশ্ন থেকে যায়! যদি সাবেক আনসার বিআরটিএ তে প্রবেশ করতে পারে, তবে কেন গণমাধ্যম কর্মীরা গেটের ভিতরে প্রবেশ করতে পারবে না? এ বিষয়ে আরো জানতে চাই আমরা। সহকারী পরিচালক মো: শামসুল কবির কে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিককে বলেন আপনি কেন গেটের ভিতরে প্রবেশ করেছেন? কার অনুমতিতে ঢুকেছেন? তার এমন প্রশ্নে সাংবাদিক জানান বিআরটিএ একটি সরকারি অফিস। জনসেবার জন্য সরকার এই ভবনটি তৈরি করেছেন। তাহলে কেনো আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না।
তখন সহকারী পরিচালক মো: শামসুল কবির বলেন,বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল স্যার আমাদের নির্দেশ দিয়েছেন বহিরাগত কোনো সংবাদকর্মী বিআরটি এর ভেতরে প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে আমরা বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পালের মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নাই।
প্রথম পর্ব- ০১
Leave a Reply