৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:০৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলী থানা এলাকার ঢাকা ম্যাচ এলাকায় লাকি ডায়িং মিজান হাজির কারখানায় অবৈধ গ্যাস দিয়ে কারখানা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে আর এই অভিযোগ উঠেছে কারখানা মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এ বিষয়ে এলাকার সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সেই সাথে দক্ষিণ সিটির মাননীয় মেয়র মহোদয় ও ৫৯নং ওয়ার্ডের কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে ,,প্রশাসন থেকে গণমাধ্যম কর্মী পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছে , জানাযায় এই সে জামান, যে কিনা ৮০টাকা পকেটে নিয়ে ঢাকায় এসেছিল,,আজ তার বাড়ী গাড়ী কিছুর অভাব নেই,,ও খুব গভীর জলের মাছ,,তাই ওর অনেক দূর্নীতিই ধরা ছোয়ার বাহিরে,,তবুও চোর নীরবে সাক্ষী রেখে যায় তার অপকর্মের,,তার পাশের এই ছবিটি একটি অবৈধ গ্যাস সংযোগ দেওয়া কালীন ছবি,যার পরিচালক ছিলেন জামান, এই কারখানার মালিক হলো মিজান মোল্লা,, ম্যানেজার হলো রিয়াজ,,কারখানার নাম লাকী ডাইং,,আজ থেকে সাত আট মাস আগে রাতের অন্ধকারে সরকারি অনুমোদন ছারাই হাই স্পিডের এই গ্যাস সংযোগটি দেওয়া হয়, আর তা দেয় শফি মোল্লা, আর এই কাজ বাবদ এই জামান মালিকদের সভাপতি /সেক্রেটারির নাম ভাংগীয়ে হাতিয়ে নেয় আড়াই লক্ষ টাকা মালিকদের সাথে কথা বলে জানা যাই তারা এই ব্যাপারে কিছুই জানেনা, গ্যাস অফিসে যোগাযোগ করা হলে তারা জানান এই সুযোগটি অবৈধভাবে নেয়া, এলাকার একজন সচেতন নাগরিক বলেন এখনো কমিশনার সাহেব রাস্তা কাটার অনুমতি দিলে আমি প্রমান করতে সক্ষম হবো,,রাতের আধারেই ধামা চাপা দেওয়া হয়েছিলো এই নেক্কার জনক ঘটনার,,সরকারি সম্পদ চুরি করে কেউ কোটিপতি হবে,, আর কেউ বিল দিয়েও গ্যাস পাবোনা,,তা হবে না, তা হবে না,,অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাড়ান,,অন্যায় যে করে আর যে সহে উভয়েই সমান অপরাধী,,সবাই সঠিক পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করুন,,অন্যায় কারীর মুখোশ উম্মোচন করতে আমাকে সহযোগিতা করুন এবিষযে মন্তব্য জানার জন্য কারখানার মালিককে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। (চলবে)
Leave a Reply