২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ২:১৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
অনলাইন ডেস্কঃ
যা বেতন পান, প্রতি মাসে ব্যয় করেন তার দ্বিগুণেরও বেশি টাকা। মাসে বেতন লাখ টাকার কম হলেও চলাচল সামন্ত আমলের রাজা-বাদশাহর মতো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে বানিয়েছেন কোটি টাকার সম্পত্তি। আলোচিত এই ব্যক্তির নাম মো. শাহজাহান আলী; ডিএসসিসির উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা। শাহজাহান আলীর অপরাধের এখানেই শেষ নয়, ডিএসসিসির নারী কর্মচারীর সঙ্গে জড়িয়েছেন অনৈতিক সম্পর্কে। ভ্রূণ হত্যার বিচার চাওয়ায় সেই নারী কর্মচারীকে করেছেন চাকরিচ্যুত।
নথি পর্যালোচনা ও তথ্যানুসন্ধানে দেখা যায়, সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ডিএসসিসিতে ক্ষমতার অপব্যবহার করে নানাভাবে ফায়দা নিয়েছেন শাহজাহান আলী। তাকে চলতি বছরের ৯ সেপ্টেম্বর কর পরীবিক্ষণ শাখায় উপ-প্রধান রাজস্ব কর্মকর্তার (চ. দা.) দায়িত্ব দেওয়া হয়। অথচ ২০২২ সাল থেকেই তিনি এই পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে আর্থিকসহ নানা অবৈধ সুবিধা নিয়েছেন। নিজের ইচ্ছামতো কর নির্ধারণ করতেন। তথ্য বলছে, প্রতি মাসে শাহজাহান আলী যা বেতন পান, তার থেকে ব্যাংকের কিস্তি জমা দেন বেশি। এ ছাড়া বাড়ির কেয়ারটেকার এবং গাড়িচালকদের বেতন ও মেইনটেইন্যান্স খরচ তো আছেই। অথচ শাহজাহান আলী প্রতি মাসে বেতন পান সর্বসাকল্যে ৯৫ হাজার ৯৩৫ টাকা। সম্প্রতি শাহজাহান আলী তার বিবাহবার্ষিকীতে স্ত্রী সাবিয়া সুলতানা মলিকে মূল্যবান হীরার নেকলেস ও আংটি উপহার দেন। আর গত ৯ সেপ্টেম্বর আর্মি গলফ ক্লাবে মেয়ের বিয়ের অনুষ্ঠানে খরচ করেছেন প্রায় ৫০ লাখ টাকা।
সবা:স:জু- ৭০৩/২৫
Leave a Reply