২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ । রাত ১১:১৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ স্লোগান কে উপজীব্য করে সারা দেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসন আজ মঙ্গলবার (২১মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ র্যালী করে। আনন্দ র্যালীটি তারাকান্দা উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসারের( ইউএনও) নেতৃত্বে শুরু হয়ে তারাকান্দা থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, উপজেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপকার ভোগী নারী ও পুরুষ। পরে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সমাপনি বক্তব্যের মাধ্যমে র্যালী শেষ হয়।
Leave a Reply