১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১১:০৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
হুমায়ুন কবির,স্টাফ রিপুর্টার: ময়মনসিংহের তারাকান্দায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জিনাত শহীদ পিংকী,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদিপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুর,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডিমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস।
আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ই মার্চ (১৯৭১ সনে) ঢাকা রেসকোর্স ময়দানে তারাকান্দার ৩ কৃতি সন্তান উপস্থিত থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সম্মাননা স্মারক গ্রহন করেন তারাকান্দার কৃতি সন্তান বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদিপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুর,বীর মুক্তিযোদ্ধা এস.এম ফেরদৌস।
Leave a Reply