৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১:০০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
তৌকির আহমেদ শাহীনঃ তারাকান্দা উপজেলা প্রানি দপ্তর ও ভেটেনারি মাঠের পদে প্রানি ও সমাপনী প্রদর্শনী প্রদর্শন।
আলোচনা বৈঠক হয়। আলোচনায় নির্বাচন দেন, ভাই উপজেলা উপজেলা পরিষদ এড.ফজলুল, আপনার সাধারণ নির্বাচনে আলহাজ্ব বাবুল সরকার। বালিখা সংসদ সদস্য শামসুল আলম, এ কে এম হারুল সরকার, বীরহীন আজ দুলাল চন্দ্র সরকার সাংবাদিক তৌকির আহমেদ শাহ প্রমুখ।
পুরষ্কার করা হয়। দর্শনীতে মোট ৪০টি স্টল ছিল।
Leave a Reply