তারাকান্দা (ময়মনসিংহ)প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় বানিহালা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে মাঝিয়ালী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে।
মিছিলটি বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে,জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে তারাকান্দা উপজেলা বানিহালা বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য হাফেজ আজিজুল হক,হাবিবুল ইসলাম খান শহিদ, আব্দুস সালাম তালুকদার,মাসুদ রানা খান,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক এ.এফ.এম ওয়াহিদুজ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মন্ডল,মোস্তাফিজুর রহমান,আবুল কালাম আজাদ,আমিনুল ইসলাম,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,যুগ্ম আহবায়ক আশরাফুল আলম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,সদস্য সচিব আমির হাসান স্বপন, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,শ্রমিকদলের আহবায়ক পাভেল মন্ডল,যুগ্ম আহবায়ক ফজল মিয়া,ইসলাম উদ্দিন মেম্বার,মজিবর ড্রাইভার।
সমাবেশে ইউনিয়ন যুবদলের সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শাহজাহান,রাজিব এর নেতৃত্বে এক মিছিল যোগদেন।
সম্পাদক: মোহাম্মদ মাসুদ বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ৮০/২(৫ ম তলা), ভি আই পি রোড, ( রাজমনি হোটেলের বিপরীতে), কাকরাইল, ঢাকা- ১০০০। ই- মেইল: dailysobujbangladesh@gmail.com মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪/ ০১৬১১৯৬৩২৯৪ ওয়েব : www.dailysobujbangladesh.com