১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ১:৩১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
ময়মনসিংহের তারাকান্দায় থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে ।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়েরের নির্দেশনায় এসআই আব্দুল মালেক,এসআই শামসুর রহমান,এএসআই নজরুল ইসলাম,মামুন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ১৮ মে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলাসহ পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন,কামারিয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের মোঃএছাহাক আলীর পুত্র মোঃনিজামউদ্দিন(২৪) ও আব্দুস সালামের পুত্র রাসেল মিয়া(৩০),কদমতলী গ্রামের আঃ হাইয়ের পুত্র মোঃ মিরাজুল ইসলাম,হরিপুর গ্রামের মৃত শামসুল হকের পুত্র নূর মোহাম্মদ,বামনীকোনা গ্রামের জসিমউদ্দিনের পুত্র জয়নাল আবেদিন,বানিহালা ইউনিয়নের পশ্চিম নলদিঘী গ্রামের মোঃআবুল হাশেমের পুত্র মোঃ শাহজাহান কবীর(৩১)।
জানাগেছে,গত ২১ এপ্রিল(শুক্রবার)উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে ভাতিজা পুলিশ কনস্টেবল ফরহাদ কুপিয়ে হত্যা করে আপন চাচা শহীদ মিয়া(৫৫)-কে।সেই মামলার অন্যতম আসামি শাহজাহান কবীরকে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আব্দুল মালেক ময়মনসিংহের ত্রিশাল থানাধীন বৈলর এলাকা থেকে গ্রেফতার করেন।
এদিকে,নূর মোহাম্মদ ও জয়নাল আবেদিন আদালতে ১ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি।বাকি তিনজনকে মাদক মামলায় গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আব্দুল মালেক।
Leave a Reply