১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ১২:৩০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
লেখকঃমোসাঃহাফসা আক্তারঃ
তুমি সবুজের মতো মিশে যাও
এই প্রকৃতির মাঝে,,,
আমি খোঁজে নিবো তোমায়,
ফুলের সুবাস থেকে।
তুমি তলিয়ে গেলে সীমাহীন পানির
স্রোতের টানে,,,
আমি উদ্ধার করে আনবো তোমায়,
গভীর সমুদ্র থেকে।
তুমি যদি হারিয়ে যাও আঁকাশের বুকে
সাঁদা মেঘ হয়ে,,,
আমি বৃষ্টি হয়ে ঝড়ে পরবো,
এই মৃত্তিকার ভরে।
তুমি ভরসা রেখো তোমার
প্রেমিকার তরে,,,
তোমায় সে আগলে রাখবে,
সব দুঃখ-কষ্ট থেকে।মনে পড়ে আজ সেই কথা,,,,
তোমায় পড়িয়ে দেওয়া বকুল মালা।
ফুলের সাথে শুকিয়ে যাওয়া,,,
মোদের এই ভালোবাসা।
তোমার দুষ্টু-মিষ্টি সকল বায়না,,,,
পূরণ করার হাজারো চেষ্টা।
সকল কষ্ট দিয়ে চাঁপা,,,,
নিজেকে ভুলে তোমায় ভাবা।আঁকাশে শুধু মেঘ নয়,ভাসে কিছু স্বপ্ন ও।
ভাঙ্গে শুধু ঘুম নয়,ভাঙ্গে কিছু মন ও।
ইচ্ছে সব পূরণ হয় না,হয়ে থাকে স্মৃতি ও।
কষ্ট শুধু কাঁদায় না,নষ্ট করে জীবন ও।
Leave a Reply