৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:৩৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
নকশবন্দিয়া তরিকার মোজাদ্দেদ হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খান রহঃ ১৯তম ওফাত দিবস উপলক্ষে নবাবগঞ্জ দরবারে এলাহী জামে মসজিদ মাঠ চত্বরে সপ্তাহব্যাপী আলোচনা দোয়া মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারে এলাহীর ২য় খলীফা হযরত মোহাম্মদ আবদুল বারী,শায়েখ আবদুল বারী,মোনাজাতের পূর্বে তার বক্তব্যে বলেন আল্লাহ পাক এক বান্দাকে খাস করেন তামাম জাহানের মঙ্গলের জন্য । আমাদের নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত মোহাম্মদ বরকত উল্লাহ খান (রহ)ও তেমনি একজন আল্লাহ পাকের খাস বান্দা। শেষ নবী হযরত মুহাম্মদ (সা) এর পরে আল্লাহ পাকের ইশারা ইংগিত প্রাপ্ত হয়ে খাস বান্দা বা অলি আল্লাহগণ মানুষকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির পথে আহ্বান করে আসছেন। যেমন চার মাযহাবের চারজন ইমাম, চার তরিকার চারজন ইমাম আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত এইসব বান্দাদের ছায়াতলে আসাই মুক্তির একমাত্র পথ। সপ্তাহব্যাপী আলোচনা সভার শেষ দিনে আরো বক্তব্য রাখেন দরবারে এলাহীর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মুফতি হায়দার , মাওলানা আবদুর রউব, আজাহার আলী,এডভোকেট আসাদুজ্জামান, ছোট সাহেবজাদা আবদুল্লাহ খান, সায়েদুর রহমান, ইউনুছ মিয়াজি, জামাল চৌধুরী,জসিম সরকার সহ আরো অনেকে
Leave a Reply