স্টাফ রিপোর্টার:
তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো. আকতারুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের নতুন উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আকতারুল ইসলাম দুদকের দুদকের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেকের শূন্যপদে স্থলাভিষিক্ত হলেন।
এর আগে, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো. আকতারুল ইসলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায়ও কাজ করেন তিনি।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক প্রধান পিআরও হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে দুদক থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সম্পাদক: মোহাম্মদ মাসুদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: আজাদ টাওয়ার, ৪৭৬/সি-২, ডি,আই,টি রোড (৭ম তলা), মালিবাগ রেলগেইট, ঢাকা -১২১৯। ফোনঃ ০২-৪৮৩২২৫২১, ০১৫১১-৯৬৩২৯৪,০১৭২৪৭৯৯৫১৬ ই-মেইলঃ dailysobujbangladesh@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023