৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:২৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্যের ‘আমরা মালি’ শীর্ষক প্রকল্পে দেশব্যাপী বৃক্ষরোপণের ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত রয়েছে। ‘আমার যত্নে, আমার গাছ’ এই স্লোগানকে সামনে রেখে মালি তৈরির কার্যক্রম গতবছরের সেপ্টেম্বর মাস থেকে দেশের বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজ ১৫ জুলাই শনিবার বেলা ১১টায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাউরিয়া ইউনিয়নে বৃক্ষরোপণের মাধ্যমে প্রজেক্টটির কার্যক্রম সন্দ্বীপে উদ্ভোধন করা হয়।
দূর্বার তারুণ্যের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মিতা বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি। অথচ বাংলাদেশে তার চেয়ে অনেক কম আছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ। কেবল বৃক্ষরোপণ করলেই এই সংকট কাটানো সম্ভব নয়। এ জন্য প্রয়োজন গাছের সঠিক পরিচর্যা। সর্বস্তরের মানুষকে সচেতন করতে এবং বৃক্ষরোপণ কর্মসূচির পরিসর বাড়াতে ‘আমরা মালি’ কর্মসূচিকে স্বাগত জানানো হয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, গাছ রোপণ এর ক্ষেত্রে আমি একটাই কথা বলি, বছরে ২ টি করলে ভালো হয়, ৩ টির বেশি নয়। আপনি একজন মানুষ হিসাবে কতটি গাছের পরিচর্যা করতে পারবেন? তা ভেবেই গাছ রোপণ করা উচিৎ। যদি আমরা সকলে মালি হয়ে যাই তাহলেই সম্ভব বৃক্ষের পরিচর্যা নিশ্চিত করা। ‘আমরা মালি’ এই প্রকল্পের মাধ্যমে বনভূমির যে সংকট মুহুর্ত তৈরি হয়েছে তা মোচন করা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মোঃ কামরুল ইসলাম, হযরত আলী মোবারক, মেহেদী হাসান সাগর, মোঃ শাহাদাত, শরীফ হোসেন, আহমেদ বিন মহব্বতসহ দূর্বার তারুণ্য এর সাবেক কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
Leave a Reply