১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:১৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সোহাগ আরেফিন॥
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ড ভৈষরকোট ভূঁইয়া বাড়ির পাশে নির্জন সবজি জমি থেকে সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলাম এর স্ত্রী অজ্ঞাত আহত এক ছেলে শিশুকে দেখতে পেয়ে দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়।
পরে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান কুমিল্লা জেলা পুলিশ সুপার এর নির্দেশে স্থানীয় তুহিন মেম্বার এর সহায়তায় পুলিশ উপ-পরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক শামসু এবং কন্সটেবল মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে একটি ক্যাবিন এর ব্যবস্থা করে শিশুটির চিকিৎসা শুরু করে এবং চিকিৎসা খরচ এর দায়ভার গ্রহণ করেন।
পরে নবজাতক শিশুটির জন্য প্রয়োজনীয় ফিডার, ডায়পার, ওয়েট টিস্যু, দুধ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় ওসি আরিফুর রহমান বলেন, শিশুটি অনেকটা সময় পরিত্যক্ত সবজি জমিতে পড়ে থাকার ফলে শিশুটিকে পোকামাকড় কামড়িয়ে জখমী করে ফেলে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করতে সক্ষম হয়েছি। শিশুটির আসল পরিচয় খুঁজে বেড় করার চেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply