১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । রাত ৮:২৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। নিহত নাম ফাতেমা বেগম (১৯)। তিনি দেবীগঞ্জ উপজেলার ৩ নং সদর ইউনিয়ন
৫ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুজ্জামানের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার শেষে স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নুরুজ্জামানের ঘুম ভাঙলে তার স্ত্রীকে শোবার ঘরে, সরের বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নুরুজ্জামান স্ত্রীকে ঝুলন্ত দেখে চিৎকারে তার মাসহ প্রতিবেশীরা দৌড়ে এসে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এবিষয়ে দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ
সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply