১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:১১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পর্যটন শিল্পের বিকাশে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে চালু হতে যাচ্ছে ‘হোটেল ল্যাক্সারি ইন্টারন্যাশনাল’ নামে একটি আবাসিক হোটেল। সোমবার (০১ মে) হোটেলটির উদ্বোধন হয়।
পঞ্চগড়ে দেবীগঞ্জের বিশ্বাস সুপার মার্কেটে নবনির্মিত হোটেলটি কার্যক্রম চালু করেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হোটেলটিতে মোট নয় ধরণের রুম রয়েছে। এরমধ্যে দুই রকমের এসি রুম রয়েছে। রুমের কোয়ালিটি অনুযায়ী এগুলোর প্রতিদিন ভাড়া রাখা হয়েছে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত।
তবে শুরুতেই পর্যটকদের কথা চিন্তা করে হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া ৩০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছেন।
‘হোটেল ল্যাক্সারি ইন্টারন্যাশনাল’ পরিচালনা পরিষদে রয়েছেন দেবীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের অন্তর্গত পাটোয়ারীপাড়া গ্রামের শ্রী: দেবাশীষ বিশ্বাস,মোঃ আরিফ হোসেন একই ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের মোছাঃ হাসনা হেনা।
তাঁরা জানান, পঞ্চগড়ের পর্যটন খাতকে আরও গতিশীল করতে আমাদের এই পথচলা। আমরা দেশি বিদেশি পর্যটকদের পঞ্চগড়ে ভ্রমণের পাশাপাশি আনন্দদায়ক, আরামদায়ক ও আধুনিকমানের সেবার প্রত্যয় নিয়ে ‘হোটেল ল্যাক্সারি ইন্টারন্যাশনাল’-এর শুভ সুচনা করছি আর আমরা মনেকরি এই যাত্রার সঙ্গী হবে সবাই।
Leave a Reply