২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৬:৪৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ।
এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। দেবীগঞ্জ উপজেলার শ্রীশ্রী সন্ত গৌরীয় মঠ রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিবারের মতো এবারও পঞ্চগড় জেলার সবচেয়ে বড় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে দেবীগঞ্জ উপজেলায়।
সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি , ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মহাপ্রসাদ বিতরণ।উপজেলার শ্রীশ্রী সন্ত গৌরীয় আশ্রমে সকালে বিশ্বশান্তি ও মঙ্গল কামনার মাধ্যমে রথ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দুপুর ২ টায় এখান থেকে বর্ণাঢ্য সাজে বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ বিশাল শোভাযাত্রা বের করা হয়। সন্তু গৌরীয় মন্দিরের জগন্নাথের রথযাত্রা উক্ত মন্দির থেকে শুরু হয়ে উপজেলার মুল সড়ক প্রদক্ষিণ করে ঘুরে এসে আবার মন্দিরে
এসে শেষ হয়।
রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী দেবীগঞ্জ পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবু
পূজা উদযাপন পরিষদের শ্রী রঞ্জিত কুমার বর্মন মাঠের সম্পাদক শ্রী হরিশ চন্দ্র প্রমুখ।
Leave a Reply