২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । বিকাল ৩:০৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে আব্দুস সামাদ (৬৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড বোডিংপাড়া সংলগ্ন করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুস সামাদ বোডিংপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ পেশায় একজন নার্সারীর চারা বিক্রেতা। তবে তিনি নিয়মিত নদীতে পাখি শিকার করতেন। আজ ভোরে পাখি শিকার করার উদ্দেশ্যে বাড়ি থেকে নদীর উদ্দেশ্য রওনা দেন। চরে কাজ করতে যাওয়া কৃষকেরা নদীতে পেতে রাখা ফাদের কাছে হাটু পানিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরিবার এবং এলাকাবাসী জানায় সামাদ দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি।
এবিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply