৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:২০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে আহত এক।
আহত ব্যক্তি হলেন- মাহাবুব আলম পিতা সফিকুল ইসলাম টোকরা ভাষা মীরপাড়া ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের বাসিন্দা।মাহাবুব আলম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মাহাবুব আলম এর সঙ্গে আসামী আনোয়ারুল ইসলাম(৫৫) রতন ইসলাম(৩২) ও রফিকুল ইসলাম(৫২) সঙ্গে চাষাবাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ ঘটিকায় একপর্যায়ে মাহাবুব আলমের জমির পানি নিস্কাশনের কাজে বাধা দেয় আসামি পক্ষ। এই ঘটনা জানতে পারে ঘটনাস্থলে উপস্থিত হইলে বাদী মাহাবুব আলম কে অকথ্য ভাষায় গালি গালাজ এবং হত্যার উদ্দেশ্যে গায়ে হাত দিয়ে মারতে থাকে একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে মাহাবুব আলম মারাত্মক আহত হন। পরে আহত অবস্থায় একটি অটো রিক্সায় চড়ে আশে পাশের লোকজনের সহযোগিতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন সময় পুরুষ ওয়ার্ডের ৯ নং বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার ওপর আসামী পক্ষ দ্বিতীয় দফায় হত্যার উদ্দেশ্যে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী মিলে হামলা চালায় যা হাসপাতালের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে।
এই বিষয়ে জানতে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি আসামি মো. আনোয়ারুল ইসলামের মোবাইল নাম্বার এ যোগাযোগ করতে চাইলে তিনি সারা দেন নি।
ঘটনার বিস্তারিত জানার জন্য দেবীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, এজাহার পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply