২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ভোর ৫:৩১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
এস.এ.এম মুনতাসির, চট্টগ্রাম ব্যুরো:
দোহাজারী পৌরসভাস্থ পূর্ব জামিজুরী সার্বজনীন তুলসী হরি মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোললীলা স্মরণে ৮৯ তম মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মেলা ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে মহতী ধর্মসভা, মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও সহ ধর্মী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিদিন ভক্তদের আগমন ও জাতি ধর্ম বর্ণ সকল মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় রূপ নেয়। চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন এলাকা থেকে সনাতনী অনুষ্ঠানে ভক্তের সমাগম ঘটে। উক্ত অনুষ্ঠানে রূপম চক্রবর্তীর সভাপতিত্বে ও আশিষ চন্দ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা ও মেলা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ মিত্র, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণুযশা চক্রবর্তী, দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, প্রদীপ ভট্টাচার্য্য, সবুজ চৌধুরী, রূপক চক্রবর্তী, গ্লোবাল টিভির সাংবাদিক এম এ হামিদ প্রমুখ। ধর্মীয় সভায় ও মেলায় হাজারো পূর্ণাথীর উপস্থিতিতে সম্পন্ন। সোমবার শ্রীশ্রী মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ও বৈষ্ণব বিদায় মাধ্যমে সমাপ্তি ঘটে।
Leave a Reply