১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:২০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
শাহ রফিকুজ্জামান মিথুনঃ
শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ ( তালুকদার)এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের
Leave a Reply