১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:৫১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
দিদারুল ইসলাম:
শরীয়তপুর জেলার নড়িয়া থানার গুম মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ রহস্য জনক ভাবে মামলার আসামিদেরকে গ্রেফতার করেছে না বলে অভিযোগ উঠেছে বলে খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে গত বছরের ১লা নভেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানার পন্ডিতসার খন্দকার বাড়ী এলাকার মৃত আবুল খন্দকারের ছেলে শাজাহান খন্দকার (৬২)ও তার ছেলে সুমন খন্দকার (৪০) এবং তাদের অন্যান্য সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের হিসেবে একই জেলার নড়িয়া থানার কলুকাঠি গ্রামের মৃত রতন সরদারের ছেলে আঃ মজিদ সরদার (৩১)কে খুন করে লাশ গুম করে ফেলেছে বলে রতন সরদারের মা শাহিদা বেগম (৫৫) বাদী হয়ে বিস্তারিত ঘটনা উল্লেখ করে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রথমে নড়িয়া থানায় মামলা করতে গেলে থানা পুলিশ রহস্য জনক ভাবে মামলা না নিয়ে তাকে থানা থেকে বের করে দেয়। পরে অসহায় শাহিদা বেগম কোন উপায় না পেয়ে শরীয়তপুর জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নড়িয়া শরীয়তপুর আদালতের সি আর মামলা নং ৪২৫/২০২২ইং ধারা-৩৬৪/১০৯ ধারা দায়ের করলে আদালত উক্ত মামলাটি নিয়মিত মামলা নেওয়ার জন্য নড়িয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিলে নড়িয়া থানা পুলিশ উক্ত সি আর মামলাটি নড়িয়া থানার মামলা নং:১১ তারিখ ০৭/১১/২০২২ ইং ধারা -৩৬৪/১০৯ ধারা রুজু করে মামলাটি আদালতে প্রেরণ করেছে বলে জানা গেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং মামলাটি তদন্ত করছে নড়িয়া থানার এস আই মোঃ জালাল উদ্দিন। এদিকে মামলার আসামিরা এলাকায় খুবই প্রভাবশালী এবং তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ রহস্য জনক ভাবে মামলার পলাতক আসামিদের গ্রেফতার করেছে না বলে মামলার বাদীনি ও এলাকাবাসীরা জানায়। উক্ত ঘটনার ব্যাপারে এস আই জালাল উদ্দিনের সাথে মুঠোফোনে একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা হলে তিনি জানান আসামিকে দেখে তো মনে হয় না, যে তিনি অপরাধ করেছেন এবং আরো জানান আপনার কথায় কী আসামিকে গ্রেফতার করবো, সাংবাদিক উওরে বললো আপনাকে তো কোট থেকে আসামি ধরার অনুমতি দিয়েছে, এবিষয় নড়িয়া থানার ওসি সাহেবকে বিষয়টি জানানো হয় এবং তিনি এবিষয় সহযোগীতা করবে বলে জানিয়েছে , এদিকে মামলার আসামিরা গ্রেফতার না হওয়াতে পলাতক আসামিরা মামলার বাদীনিকে ও তার পরিবারের অন্যান্য লোকজনদের কে নানা ধরনের ভয় ভীতি দিয়ে আসছে এবং উক্ত মামলাটি তুলে নেয়ার জন্য চাপ দিয়ে আসছে ও মামলা তুলে না নিলে মজিদ সরদারের মতো তাদেরকেও নির্মম ভাবে খুন করে তাদের লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে। যার কারণে মামলার বাদীনি ও তার পরিবারের অন্যান্য লোকজনরা নিরাপত্তাহীন ভাবে চরম আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানা গেছে। এদিকে মামলার বাদীনি স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট জোর দাবি জানিয়েছে উক্ত মামলার পলাতক আসামিদের কে গ্রেফতার করার জন্য। এদিকে উক্ত ঘটনা সহ মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে অনেক অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা পরবর্তীতে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হবে।
Leave a Reply