১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ২:২৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
নিজস্ব প্রতিবেদক॥
ফ্যাশন ও লাইফষ্টাইল শো ‘লুক এট মি’- ২০০৫ সালে আরটিভি সম্প্রচার শুরু হবার পর পরই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০১৯ সাল র্পযন্ত সাফল্যের সাথে এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হয়েছে। করোনা কালীন সময়ে সম্প্রচার বন্ধ ছিল এই অনুষ্ঠানটির।
এবার নতুন রূপে আগামী ৪ সেপ্টেম্বর (শনিবার) থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভিতে সম্প্রচারে আসছে ‘লুক এট মি’। এবারের আয়োজন একটু ভিন্ন, যেখানে থাকবেন না কোন উপস্থাপক, একজন মডেলকে ঘিরেই আবর্তিত হবে পুরো অনুষ্ঠানটি। মেকআপ আর্টিষ্ট, ফ্যাশন ডিজাইনার, ষ্টাইলিশ, ফটোগ্রাফার একে একে যুক্ত হবেন এই অনুষ্ঠানটিতে। তাদের সৃজনশীল কর্মে সাধারন থেকে অসাধারন হয়ে উঠবেন একজন মডেল। এ পর্বের মডেল জান্নাতুল নাইম এভ্রিল। অনুষ্ঠানটির প্রযোজক উজ্জল রহমান।
Leave a Reply