২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ৮:৩৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের চাঁনমারিতে বিক্ষুব্ধদের সাথে পুলিশের সংঘর্ষে ছবি ও ভিডিও সংগ্রহ করতে গিয়ে বিক্ষুব্ধদের হামলার শিকার হয়েছেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি জাকারিয়া শিপন৷ হামলাকারীরা এসময় তার উপরে প্রচুর পরিমাণে ইটপাটকেল নিক্ষেপ করে ও তাকে ধাওয়া দেয়৷ ধাওয়ায় পড়ে গিয়ে মারাত্নকভাবে পা মচকে যায় ওই সাংবাদিকের৷ রবিবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে৷
আহত সাংবাদিক শিপন বলেন, দুপুর দুইটার দিকে ডিসি অফিস ও জেলা পরিষদের সামনে সংঘর্ষের খবর পেয়ে ছবি ও ভিডিও ধারণের জন্য চাষাঢ়া থেকে সামনের দিকে এগিয়ে যাই। চাঁনমারি পৌঁছামাত্রই পুলিশ ও বিক্ষুব্ধদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়। কাঁদানে গ্যাসে আমারও চোখ জ্বলছিলো তখন। এসময় আহত হওয়া দুইজনকে দেখতে পেয়ে আমি তাদের সাথে কথা বলতে ও ছবি, ভিডিও নিতে শুরু করি। ভিডিও চলাকালেই আশেপাশ থেকে কিছু লোক বিভিন্ন প্রশ্ন করতে থাকে ও উত্তেজিত হয়ে যায়৷ কমপক্ষে একশো লোক আমাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তারা সাংবাদিকদের তুলে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ওরা পেছন থেকে ইটপাটকেল মারতে থাকে। এদের মধ্যে কেউ কেউ বলতে থাকে, মারিস না, মারিস না। এদেরই মধ্যে একজন বয়স্ক লোক আমার হাত ধরে বলেন, আমার সাথে দৌড় দেন৷ আমি দৌড়ানো শুরু পড়ে গেলে পা মচকে যায়৷ ওরাও পেছন পেছন আসছিলো৷ একপর্যায়ে অনেক কষ্টে দৌড়ে ডিসি অফিসে আশ্রয় নিই।
বর্তমানে তিনি ডিসি অফিসেই অবস্থান করছেন বলে জানান৷ পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা নিবেন বলেও উল্লেখ করেন।
Leave a Reply