৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:০৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
অনলাইন ডেস্কঃ
রাজধানীর নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এরইমধ্যে আগুণ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এরইমধ্যে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১০ ইউনিট বিজিবি। সেখানকার ব্যবসায়ী, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসকর্মী, বিজিবি ও সাধারণ মানুষ সবার সম্মিলিত চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার (১৫ এপ্রিল) ভোরে ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের ৩য় তলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত হলো বা এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কী না বা ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কী পরিমাণ এসবের বিস্তারিত এখনও জানা যায়নি বলে জানিয়েছেন সেখানে অগ্নি নির্বাপনের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসকর্মীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুনের পরিসর বেশ বড়। এ সময় বেশ অনেকগুলো দোকান জ্বলতে দেখা গেছে। বেশ কয়েকজন দোকানিকে দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনও অক্ষত থাকা কিছু দোকান থেকে নিজেদের মালামাল বের করে নিতে দেখা গেছে কিছু ব্যবসায়ীকে।
ক্ষতিগ্রস্থ একজন ব্যবসায়ী জানান, ঈদ উপলক্ষে অনেক টাকার মালামাল তুলছিলাম। এখন সেগুলা জ্বলতে দেখতেছি। আমার সব শেষ হয়ে গেলো।
সেখানে উপস্থিত বিজিবি কর্মকর্তা জানিয়েছেন, আমরা এখানে মূলত মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছি। এছাড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছি আমরা। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছি।
বিস্তারিত আসছে…
সূত্রঃ যমুনা টিভি
Leave a Reply