১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১০:১৩ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাটে নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোররাত চারটার দিকে নিজ বাড়ির পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
মুনতাহার দাদা মো. ছালিক মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার (৩ নভম্বের) বিকেল তিনটা থেকে মুনতাহা নিখোঁজ ছিলো। মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
কানাইঘাট থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় পুলিশ মুনতাহার এক প্রতিবেশি মা ও মেয়েকে আটক করেছে।
মুনতাহার পরিবারের সদস্যদের দাবি, শিশু মুনতাহারকে পরিকল্পিতভাবে ‘অপহরণ’ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছিলো। ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলো পরিবার।
গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে হলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়ন
সবা:স:সু-৭১/২৪
Leave a Reply