১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৯:১২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবুল কালাম ওরফে কালা (৭০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতের কোনো এক সময়ে তাঁকে হত্যার পর লাশটি বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
আবুল কালাম উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।
ওসি ওয়াদুদ আলম প্রথম আলোকে বলেন, আবুল কালাম অন্যের জমি চাষাবাদ করতেন। তাঁর পরিবারের একাধিক সদস্য মানসিকভাবে ভারসাম্যহীন। গতকাল দিবাগত রাত তিনটার পর কোনো এক সময় আবুল কালামকে অন্য জায়গায় গলা কেটে হত্যা পর লাশটি বাড়ির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাšেডর কারণ এখনো জানা যায়নি।
সবা:স:জু-৯২/২৪
Leave a Reply