২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ । সকাল ৭:৩৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
অনলাইন ডেস্কঃ
রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় অগ্নিকান্ড। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর আগুন লাগে। খবর পেয়ে প্রথমে দুটি ও পরে ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।
শাহজাহান বলেন, ‘রাত ৯টা ২১ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এবং রাত ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও হতাহতের খবর জানা যায়নি।
Leave a Reply