1. md.zihadrana@gmail.com : admin :
  2. dailysobujbangladesh@gmail.com : Admin ID : Admin ID
  3. uch.khalil@gmail.com : Md. Ibrahim Khalil Molla : Md. Ibrahim Khalil Molla
  4. masud@dailysobujbangladesh.com : Md. Masud : Md. Masud
পথশিশু কল্যাণ ট্রাস্টের নামে দেশ জুড়ে শত কোটি টাকার প্রতারণা! - দৈনিক সবুজ বাংলাদেশ

২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ । দুপুর ১২:১০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
যাত্রাবাড়ীতে ডিবি পরিচয় প্রদানকারী  চক্রের ০৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব- ১০ কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনা সদস্য নিখোঁজ ১৩ দিনেও মিলে নাই সন্ধান,আহাজারি পরিবারের উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের ব্যনারে “স্বাধীনতা” বানানে ভুল যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি তারা নাকি গণতন্ত্রের জন্য লড়াই করে: প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে ২ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ল খালেদা জিয়ার বেগুনের বাজারে আগুন, স্বস্তি নেই লেবুতেও! আসাদ সিকদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তোলপাড় চলছে টঙ্গীতে ভাইকে দাওয়াত না দেওয়ায় স্ত্রীকে তালাক
পথশিশু কল্যাণ ট্রাস্টের নামে দেশ জুড়ে শত কোটি টাকার প্রতারণা!

পথশিশু কল্যাণ ট্রাস্টের নামে দেশ জুড়ে শত কোটি টাকার প্রতারণা!

স্টাফ রিপোর্টার:  যেনো নতুন মোড়কে পুরানো প্রতারণা, বিভিন্ন প্রলোভন চাকুরীর সুযোগ, বিদেশ পাঠানো, ভাগ্য বদলের লটারি, অসহায় মানুষের জন্য চুলা, সেলাই মেশিন সহ নানা চমকপ্রদ ও প্রলোভন দেখিয়ে দেশব্যাপী মাকড়সার জালের মত প্রতারণার জাল বিনেছে মোঃ ফজলুল হক আসরাফ নামের এক প্রতারক।

বিগত দিনে এমন প্রতারণার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়া এই প্রতারক জেল থেকে বেরিয়ে আরও চতুরতার সাথে শুরু করে প্রতারণা। রাজধানীর মিরপুর ১০,রোড-৭, বাসা-৬ পথশিশু কল্যাণ ট্রাস্ট নামের নাম সর্বোচ্চ একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখিয়ে দেশব্যাপী প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এই প্রতারক।

এসব প্রচারণার আইটেম হিসেবে সম্প্রতি দেশব্যাপী শর্তবিহীন ঋণ দেয়ার নামে ১ হাজার টাকা মূল্যের হাজার হাজার ফর্ম বিক্রি করেন ঋ ণ নিতে আগ্রহী সহজ সরল মানুষের মাঝে। দেশব্যাপী প্রায় ৫০০০০ মানুষের মাঝে এমন রাইন ফর্ম বিক্রি করা হয়। এছাড়াও চুলার ফ্রম বিক্রি, সারাদেশে অর্থের বিনিময়ে হাজার হাজার নিয়োগ বাণিজ্য, ভুয়া জেলায় উপজেলায় লাইব্রেরী সহ বই দেয়ার প্রতিশ্রুতি, বঙ্গবন্ধু নামে মিথ্যাচার করে অরুচিশীল কিছু বই প্রদান, সরকারের অনুমোদনহীন লটারি বাণিজ্য, সারা বাংলাদেশ স্কুল কলেজ এবং জেলা প্রসাশক, এমনকি জেলা শিক্ষা অফিসার, ইউএনও রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিকট ভুয়া কাগজপত্র দিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রতারণা করে আসছেন ফজলুল হক।

নাম সর্বোচ্চ কাগজি সীমাবদ্ধ থাকা প্রতিষ্ঠান পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর নামে বিদেশে মানব পাচার করেও লাখ লাখ টাকা হাতিয়েছে। এই প্রতারক। মকর সালে সাধারণ বেকার যুবক যুবতীদের মাঝে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে নিয়মিত দেশব্যাপী প্রতারণা করে যাচ্ছে। ইউরোপে চাকরি দেয়ার নামে কোটি অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও অনেক অভিযোগ রয়েছে। বেকার যুবকদের ইউরোপ পাঠানোর স্বপ্ন, মফস্বল এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির দেয়ার নামে ফ্রম বিক্রি করেও ধোঁকা দিচ্ছে হাজার হাজার কোমলমতি শিক্ষার্থীদের।

এমন অসংখ্য মিথ্যা ও প্রতারণার জ্বাল সরিয়ে সারাদেশে তার নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন প্রতিনিয়ত।

হাজারো ভুক্তভোগীগণ আশা করেন, চতুর ও প্রতারক ফজলুল হককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »