১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:১০ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদের ৬৬ জন পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর (পরিদর্শক) হয়েছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাদেরকে এই পদোন্নতি দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি ড. বেনজীর আহমেদের বিশেষ উদ্যোগে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ ও যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং সহজীকরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় পরিদর্শক (নিরস্ত্র) পদে ২৬ জন, পরিদর্শক (সশস্ত্র) পদে ৩০ জন এবং পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ১০ জনসহ মোট ৬৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
আইজিপির উদ্যোগে ২০২০ সাল থেকে শুধুমাত্র পরিদর্শক পদেই মোট ৯৭৪ জন পদোন্নতি পেয়েছেন। এছাড়া পুলিশের অধস্তন সদস্যদের কেন্দ্রীয়ভাবে পদোন্নতি পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী, দক্ষ ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন।
Leave a Reply