১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১২:১১ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
পঞ্চগড় প্রতিনিধি:
আসন্ন পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের (তেঁতুলিয়া) সদস্য প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য মো. আলমগীর কবির। তিনি জেলা নির্বাচন অফিস কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে উপস্থিত সকল ইউপি সদস্যদের (ভোটার) কাছ থেকে শেষ বারের মত মতামত গ্রহণ করেন আলমগীর কবির। সবার মতামত গ্রহণ শেষে মোনাজাত করা হয়।
এ সময় আলমগীর কবির বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান , হাট-বাজারসহ ব্যাপক উন্নয়ন মূলক কাজের বাস্তবায়ন করেছি। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সহ সবার কল্যাণে কাজ করেছি। কোন সাধারণ মানুষ বিপদগ্রস্থ হয়ে আমার স্বরণাপন্ন হলে আমি জেলা পরিষদের বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছি । আমি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারো উপজেলার মানুষের উন্নয়নে কাজ করতে পারবো।
Leave a Reply