৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । বিকাল ৫:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আয়েশা আক্তার॥
রাজধানীর পল্লবী থানা এলাকার আর্মি আবাসন এর এক মামলাবাজ রেশমার মামলায় দিশেহারা সেলিম নামের এক লোক। গত ১০ জুলাই পানি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় পাশের বাসার লোকজনের সাথে আর এই ঝগড়াকে কেন্দ্র করে এলাকার মামলাবাজ নামে পরিচিত রেশমা, মুলতান এর পুত্র সেলিম সহ এলাকার কয়েক জনের নামে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন যার নং ২৩। এলাকায় সরেজমিনে জনসাধারনের সাথে কথা বলে জানাযায় সেই ঘটনার দিন সেলিম উপস্থিত ছিলো না তাহলে সেলিম কেন আসামী হলো তা খোজতে গিয়ে দেখাযায় , এই রেশমা একজন মামলাবাজ মহিলা সে নিজেকে অনেক ক্ষমতাবান হিসেবে জাহির করে আর সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে এমনকি মামলার ভয় দেখিয়ে মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াই তার আসল পেশা, আর এ কারনেই সেলিমকে মিথ্যা মামলায় জড়িয়ে টাকা হাতিয়ে নেয়াই তার আসল উদেশ্য। এলাকাবাসীর কাছ থেকে জানাযায় এই রেশমা এর আগেও কয়েকটি মামলা করেছে সাধারন মানুষের নামে আর এই মিথ্যা মামলা দেয়াই তার কাজ। আরো জানাযায় এই রেশমা আবার নিজেকে একটি সরকারী অনুমোদনহীন কথিত একটি অনলাইন নিউজ প্রোটালের আবার নাকি হেড অব নিউজ। যদিও অনলাইন নিউজ প্রোটালে এই পদ বলতে কিছই নেই। তাই সেই ভূয়া পরিচয় দিয়েও সে এলাকার মানুষকে হামলা মামলার ভয় দেখায়। উক্ত প্রতিবেদক সরেজমিনে যখন তার মন্তব্য সংগ্রহ করতে যায় তখনও সে নিজে অনেক বড় ক্ষমতার অধিকারী বলে জাহির করেন এমনকি তাকে চিনতে ভুল করেছ বলেও হুমকি প্রদান করেন এমনকি তার এই বিষয়ে নিউজ হলে মামলার ভয় দেখান।
Leave a Reply