৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:৪২ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জিতল টাইগার যুব দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেত সোমবার ৪ উইকেটের ব্যবধানে পাকিস্তানি যুবাদের হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের ফলে ২-১ এ সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান। এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন তাইব আরিফ। সিরিজে দারুণ ফর্মে থাকা আরেক ব্যাটার আরাফাত মিনহাজ করেন ৪৩ রান। বাংলাদেশ দলের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও রোহানাত দৌলাহ।
মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আশিকুর রহমান শিবলি। এছাড়া পারেভজ রহমান অপারিজিত থাকেন ৫৭ রানে। এই দুই ব্যাটারের জোড়া অর্ধ-শতকে ১ ওভার বাকি থাকতেই সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান এবং আরাফাত জিসান নেন ২টি করে উইকেট।
Leave a Reply