৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:৪৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আলী রেজা রাজু,ঢাকা:
গত ১২/১০/২৩ ইং তারিখে পিকআপ চালক শহিদুল ইসলাম গাবতলী মাজার রোড এলাকা থেকে পিকআপে টাইলস লোড করে রাত ১ ঘটিকার সময় রংপুরের উদ্দেশ্য রওনা হয়। রাত অনুমানিক ২ টার সময় ঢাকা-মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় মহাসড়কের উপর স্পিড বেকার নিকট পৌছামাএ গাড়ির গতি কমার সাথে সাথে পেছন দিক থেকে আসা আগে উৎপেতে থাকা একটি সিনএনজি হতে অঞ্জাত নামা ৪ (চার) জন ব্যক্তি দেশীয় অস্ত্র দেখিয়ে পিকআপ চালক শহিদুলকে জিম্মি করে,তার মোবাইল ছিনতাই করে তাকে হাত পা বেধে গাড়ির পিছনে ট্রিপল দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডে এলাকায় জঙ্গলে পিকআপের চালককে গাছের সাথে বেধে রেখে গাড়িতে বোঝাইকৃত অনুমানিক ২৫,০০০০/ (আড়াই লক্ষ) টাকার মালামাল ও ৮,৫০,০০০/(আট লক্ষ পঞাশ হাজার)মূল্যের পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়। এ সংক্রান্ত বিষয়ে পিক-আপের মালিক মো:শামসুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। আশুলিয়া থানার অভিযোগটি আমলে নিয়ে ডিবির উপর তদন্তভার ন্যস্ত করা হয়।ঢাকা জেলা উওর ডিবি পুলিশ মামলার তদন্ত পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর,বিভিন্ন থানা এলাকা হতে এ ঘটনায় জড়িত ৪ (চার)জন আসামী কে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে। আসামীরা হলেন ১/কাউছার ২/মো:রফিকুল ইসলাম ৩/মিরাজুল ইসলাম ৪/মে: মেহেদী হাসান মৃধা এবং তারা পেশাদার ডাকাত চক্র ও ইতিপূর্বে আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীরা জিজ্ঞেসাবাদে এ ঘটনার সীকারক্তি প্রদান করেছে বলে ঢাকা জেলা উওর ডিবি কার্যালয়ে বুধবার (২৬/১০/২৩) তারিখে সকাল ১১ টায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বারা হাবিব খান।
Leave a Reply